ভূমি জরিপে আপত্তি দাখিল স্তরের কাজ সমূহ্য:
আপত্তি দাখিল: খতিয়ান ও নকশা দেখার পর যদি কাহারোর কোন আপত্তি থাকে -তবে প্রজাস্বত্ব বিধিমালার ৩০ বিধি মোতাবেক খসড়া প্রকাশনা চলাকালীন তিনি নির্দিষ্ট ফর্মে নির্দৃষ্ট কোর্ট-ফি লাগিয়ে আপত্তি দায়ের করতে পারেন। খসড়া প্রকাশনের সময় পার হওয়ার পর একজন সরকারি সেটেলমেন্ট অফিসার দায়ের কৃত আপত্তিগুলো শুনানি দিয়ে আপত্তি নিষ্পত্তি করবেন প্রয়োজনে তিনি খতিয়ান ও নকশা সংশোধন করতে পারেন। এই স্তরে খতিয়ান এবং নকশা সংশোধনের ক্ষেত্রে সেটেলমেন্ট অফিসার বেগুনি কালারের কালি ব্যবহার করবেন।
LAND SURVEY
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print