গান্টার চেইন

গান্টার চেইন :

প্রথমে এলিজাভেত-এর রাজত্বকালে ইংল্যান্ডের জনৈক গান্টার সাহেবের নামে চেইনটির নামকরণ করা হয় । যিনি প্রথম জরিপ কাজের জন্য বিশেষভাবে  প্রস্তুত করে চেনটির প্রবর্তন করেন । এই চেইনটি ১০০ টি অংশে বিভক্ত এবং এর প্রতিটি অংশের নাম লিংক এতে মোট ৯টি লকেট রয়েছে যাদের বলা হয়  পেডন্টি প্রান্ত থেকে শুরু করে প্রতি ১০ লিংক অন্তর অন্তর  একটি লকেট/ফুল থাকে।  এই গানটার চেইনের দৈর্ঘ্য থাকে ৬৬ ফুট অথবা ২২ গজ অথবা ৪০ হাত প্রতিটি লিংক এর দৈর্ঘ্য ৭.৯২ ইঞ্চি এক লিংকে এক করি বলা হয় ৮০ চেইনে= ১ মাইল এই চেইনটি ব্যবহারের কারণে দৈর্ঘ্য কিছু হেরফের হবার সম্ভাবনা থাকে । তাই  সকল কাজে যাবার পূর্বে এটিকে এমন প্রমাণিত দৈর্ঘ্যের সাথে মিলিয়ে পরীক্ষা করে দেখতে হয় এবং প্রয়োজনে মাপ ঠিক করে নিতে হয়।

LAND SURVEY
LAND SURVEY
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print
error: Content is protected !!